দাতা সংস্থা আয়ুতেরী আই বাম্বেনী-ইটালী এর সহযোগীতায়, দলিত তালা শাখার বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে ঘোনা দলিত স্কুলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফুলচাঁদ দাস। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, ইসলামকাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সুভাস সেন, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন রায়, দলিত শিক্ষা সমন্বয়কারী ধরাদেবী দাস। দলিত স্কুল শিক্ষক মিল্টন দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য এজাহার আলী, আতিকা বেগম, শিক্ষিকা অর্পনা পাল ও দলিত এর সিডিও উত্তম কুমার দাস প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে দলিত স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।
এছাড়া স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী নানাবিধ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে এসময় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। উক্ত সমাবেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ স্কুল সংলগ্ন এলাকা জলাবদ্ধতা থাকায় তা নিরসনে অচিরেই ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এদিকে, দলিতের উদ্যোগে উপজেলার কানাইদিয়া এবং মাছিয়াড়া দলিত স্কুলে অনুরুপ বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)