সমাজের পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের প্রাপ্য অধিকার নিশ্চিত ও বৈষ্যম্য দূরীকরন শীর্ষক মত বিনিময় সভা, রবিবার সকালে স্থানীয় তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, মহেশ্বরপাশা-খুলনা এর আয়োজনে, সংস্থার টিপসি প্রকল্পের অধিনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সানজিনু-ইটালী এর সহযোগীতায় এবং দলিত তালা শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র টিপসি প্রকল্প ব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ নেতা প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহাফুজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, তালা মহিলা কলেজের প্রভাষক অভিজিৎ মল্লিক, সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ ও সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও উত্তম দাস’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আব্দুস সাত্তার, শিক্ষক মো. মিজানুর রহমান, রাজেস্বর দাস, পলাশ দাস, আইনজীবী সহকারী অমীত কুমার দাস, তালা উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান, দলিত এর হিসাব রক্ষক রিনা দাস, শাওন সাহা, অর্জুন দাস, সমীর দাস, কমিউনিটি প্রতিনিধি স্বরসতী দাস, শুকলাল দাস, যুধিষ্টির চক্রবর্ত্তী, মিলন সরকার ও সুমিত্রা দাস প্রমুখ বক্তৃতা করেন।
সভায়, দলিত সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সামাজিক বৈষম্য দূরীকরনের উপর আলোচনা হয়। এছাড়া উপজেলার সুজনশাহা বাজারে সেলুনির দোকানে রিশী সম্প্রদায়ের চুল বা দাড়ি কাটার ক্ষেত্রে সৃষ্ট বৈষম্য দূরীকরনের দাবী জোরাল ভাবে উত্থাপন হয়।