তালা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা’র সহযোগীতায় তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তালার আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে সোহেল জোয়াদ্দার নামের এক মাদক সেবীকে আটক করেছেন।
এসময় তার কাছ থেকে ১০গ্রাম গাজা সহ সেবনের উপকরন উদ্ধার হয়। সোহেলের নিজ বাড়ি থেকে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। সে ওই গ্রামের রজব জোয়াদ্দারের ছেলে। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত মাদকসেবী সোহেলকে ২০০ টাকা জরিমানা ও ৭দিনের কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে, একই দিনে উপজেলার বারুইহাটি দক্ষিনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম গাজা সহ কামেল বিশ্বাসের স্ত্রী সাজেদা বেগমকে আটক করা হয়। সাজেদা ও তার স্বামী গাজা ব্যবসায়ী বলে জানাগেছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তালা থানায় সাজেদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(1)