টূর্নামেন্ট উপলক্ষ্যে এক আলোচনা সভা পল্লী উন্নয়ন সংঘ’র সভাপতি মীর ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান।
পল্লী উন্নয়ন সংঘ’র কর্মকর্তা মো. রাসেল এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা শ্রমিকলীগের সভাপতি সূর্য্যকান্ত পাল, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, মাওলানা তাওহিদুর রহমান, আ.লীগ নেতা মীর কল্লোল, তরুনলীগ নেতা রফিকুল ইসলাম, বনিক সমিতির নেতা কাজী লিয়াকত, আদর্শ যুব সংঘ সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জি.এম. এমদাদুল হক পলাশ, পল্লী উন্নয়ন সংঘ’র সাধারন সম্পাদক মীর রাজু ও কর্মকর্তা মীর মুকুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
পরে একই রাতে সম্পন্ন হওয়া টূর্নামেন্টের ফাইনালে তালার হাবিব-তরিকুল জুটি কেশবপুরের সৌরভ-নান্টু জুটিকে ২-১ সেট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তীব্র শীতকে উপেক্ষা করে টূর্নামেন্টে প্রচুর দর্শক সমাগম হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)