অফিস পাড়ার মধ্যে জনসন্মুখে ধূমপান করার অপরাধে তালায় ৪ ধূমপায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
সূত্রে জানাগেছে, তালা সেটেলমেন্ট অফিসের চত্বরে জনসন্মুখে উপজেলা সাতপাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র কামরুল ইসলাম, একই গ্রামের হাসেম আলীর পুত্র আকবর হোসেন, চরগ্রামের বছির উদ্দীনের পুত্র দলিল উদ্দীন শেখ এবং পাঁচরোখি গ্রামের আমির আলীর পুত্র মজিদ শেখ ধূমপান করছিল। এসময় উপজেলা নির্বাহী অফিসার’র ভ্রাম্যামান আদালত সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্য ধূমপান করার অপরাধে “ধুমপান ও তামাক ব্যবহার আইনের ২০০৫ এর সংশোধনী ৪(২) ধারা” অনুযায়ী তাদের প্রত্যেককে ২শত টাকা করে জরিমানা করেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(0)