তালায় বিশিষ্ট বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত শিশির মজুমদার’র ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শিশির মজুমদার স্মরন কমিটির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় তালা ডাক বাংলো সভাকক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সব্যসাচি মজুমদার বাপ্পী। বক্তব্য রাখেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর হমান, সাংবাদিক আব্দুল আলীম, মীর জাকির হোসেন, এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, নজরুল ইসলাম, বি.এম জুলফিকার রায়হান, সেলিম হায়দার ও ইমরান মাহমুদ প্রমুখ।
স্বরণ সভায় বক্তারা প্রয়াত শিশির মজুমদার এর অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা এবং কর্মময় জীবনের উপরে আলোচনা করেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)