তালা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালার গোনালীনলতা গ্রামে একই পরিবারের ৪জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে রোকেয়া বেগম ও তার কন্যা রমেছা বেগমের অবস্থা ছিল আশংকাজনক। ঘটনায় থানায় এজাহার দায়ের করা হলেও প্রভাবশালীদের কারনে পুলিশ মামলা রেকর্ড করছেনা বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের জামাল গাজী জানান, তালার গোনালীনলতা গ্রামের মৃত. আমজেদ মোল্যার স্ত্রী রোকেয়া বেগমের সাথে একই এলাকার নুরু মোল্যা গংদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এঘটনায় গত রোববার বিকালে নুরু মোল্যার নেতৃত্বে তার ছেলে জামাল মোল্যা, শহীদ মোল্যা, রব মোল্যা ও মৃত জালাল মোল্যার ছেলে লিটন মোল্যা লোহার রড সহ লাঠিসোটা নিয়ে পরিকল্পিত ভাবে রোকেয়া বেগমের উপর হামলায় চালায়। এসময় মাকে উদ্ধার করতে আসলে র্দ্বূৃত্তদের হামলায় রোকেয়ার মেয়ে রমেছা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে।
এছাড়া হামলায় রমেছা বেগমের ছেলে মুনজির এবং তানজির আহত হয়। এসময় দূর্বত্তরা রোকেয়া বেগমের বাড়ি ঘর ভাংচুরসহ লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ দূর্র্বৃত্তদের হামলায় রোকেয়া বেগম এবং তার মেয়ে রমেছা বেগম গুরুতর আহত হয়। এঘটনায় এলাকাবাসী এগিয়ে এসে আহত ৪জনকে ওইদিন তালা হাসপাতালে ভর্তি করে। এব্যপারে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
(0)