উল্লেখ্য, গত শুক্রবার রাতে কপোতাক্ষ নদের ঘোষনগর খেয়াঘাট এলাকায় দূর্গা প্রতিমা বিসর্জন দেবার সময় কুন্তল রায় (১১) নদের মধ্যে পড়ে যায়। এসময় আশপাশের কয়েক ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য নদের পানিতে নেমে তল্লাশি চালায়। কিন্তু কুন্তল রায়কে উদ্ধারের ব্যার্থ হয়ে ডুবুরী দলকে সংবাদ দেয়। রাত ১১টার দিকে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ৬ সদস্য বিশিষ্ট ডুবুরি দল এসে নদীতে খোজাখুজির এক পর্যায়ে ১ টার দিকে কুন্তলের মৃত দেহ উদ্ধার করে। এসময় স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বক্কার, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলীসহ এলাকার হাজার হাজার মানুষ নদীর দু’ ধারে জড়ো হয়। কুন্তলের লাশ উদ্ধারের পর এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(10)