তালা প্রেস ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত সাংবাদিক এম. এম. ফজলুল হক মনি’র স্মরন সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। তালা প্রেস ক্লাব’র আয়োজনে, প্রেস ক্লাব কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেস ক্লাব সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা ও তালা রিপোটার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন। সভায় অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, এম. এ ফয়সাল, রিপোটার্স ক্লাব সাধারন সম্পাদক গাজী জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, সাংবাদিক আকরামুল ইসলাম ও আব্দুল মান্নান প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন, প্রেস ক্লাব সাধারন সম্পাদক জলিল আহম্মেদ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার মাছিয়াড়া গ্রামের সাংবাদিক এম.এম. ফজলুল হক মনি তালা প্রেস ক্লাব ও কপিলমুনি প্রেস ক্লাব’র প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তালায় ’৭০ দশকে যে ক’জন ব্যাক্তি সাংবাদিকতা পেশার প্রথম গোড়াপত্তন করেনÑ সাংবাদিক এম. এম. ফজুলল হক মনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। ২০০০ সালে এক মর্মান্তিক সড়ত দূর্ঘটনার শিকার হয়ে সাংবাদিক ফজলুল হক মনি শারীরিক ও মানষিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ্যতার কারনে সম্প্রতি তিনি মৃত্যু বরন করেন। এছাড়া উক্ত স্মরন সভায় প্রেস ক্লাব’র জমি নিয়ে পার্শ্ববর্তী জমির মালিকদের সাথে সৃষ্ট সমস্যা শান্তিপূর্ন নিস্পত্তির লক্ষ্যে সকলের উপস্থিতিতে আলোচনা হয়। আলোচনা অনুযায়ী প্রেস ক্লাব পূর্ব পাশ থেকে কিছু অংশ জমি পার্শ্ববর্তি জমি মালিকদের ব্যাবহার করতে দিবে । বিনিময়ে ওই সকল জমি মালিকরা প্রেস ক্লাব এর উন্নয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ প্রদান করবে।