সূত্র জানায়, তালা উপজেলা কৃষি অফিস ও বেসরকারি সংস্থা ব্র্যাক’র সহযোগীতায়, চলতি আমন মৌসুমে উপজেলার উত্তর আগোলঝাড়া ব্লকে ৩০.৩৮ একর জমিতে ৫৯জন কৃষক উন্নত প্রজাতীর ব্রিধান-৩৯ চাষ করে। স্বল্প আয়ুর এই ধান মঙ্গলবার আনুষ্ঠানিক কর্তন উপলক্ষ্যে ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক তালা শাখার সিনিয়র ম্যানেজার কল্যাণ হালদার’র সভাপতিত্বে, সভায় তালা উপজেলা কৃষি অফিসার- কৃষিবিদ মো. সামছুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সদর মডেল ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলী আহম্মদ। ব্র্যাক কর্মী তাপস কুমার ঢালী’র পরিচালনায়, সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, ব্র্যাক কর্মী প্রদ্যুৎ কুমার ঢালী, নুরুল হুদা, আনোয়ার হোসেন, স্থানীয় কৃষক সাজ্জাদ হোসেন, রিয়াজ উদ্দীন, আব্বাস খাঁ, সেলিনা বেগম ও ফরিদা বেগম প্রমুখ বক্তৃতা করেন। সভায় ব্র্যৗাকের উপকারভোগী কৃষক/কৃষাণীসহ ব্লকের অন্য কৃষকরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক তালা শাখার সিনিয়র ম্যানেজার কল্যাণ হালদার জানান, ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায়, চলতি আমন মৌসুমে উপজেলার ৮টি ব্লকে ২৬২ একর জমিতে উপসী ধান চাষ করা হয়। ব্র্যাক কর্মীদের সার্বিক তত্ত্বাবধানে কৃষকরা অল্প বয়সের ধানের চারা রোপন, সঠিক মাত্রায় সার ও কীট নাশক ব্যবহার, ধানক্ষেতে লোগো ও পার্সিং ব্যবহার করায় ধানের বাম্পার ফলন লাভ করেছে। পূর্বে আমন মৌসুমে দেশীয় প্রজাতীর ধান চাষ করে কৃষকরা যেখানে একর প্রতি মাত্র ৩০ মন ধান উৎপাদন করতো এবার সেখানে উপসী জাতের ধান চাষ করে একর প্রতি ৫৩ মন ধান উৎপাদন করেছে। এছাড়া উপসী প্রজাতীর ধান স্বল্প আয়ুর হওয়ায় একই জমিতে একাধিক ফসল উৎপাদন’র সুযোগ হচ্ছে।
তালা উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. সামছুল আলম ধানের উচ্চ ফলনে সন্তোষ প্রকাশ করে বলেন, আমন ধানের চাষ করে কৃষকরা একর প্রতি ৫৩ মন ধান উৎপাদন করেছে, যা’ খুবই আশা ব্যাঞ্জক। তিনি বলেন, অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করার জন্য এখানকার কৃষকরা দেশীয় জাতের ধান চাষের বদলে এবার উন্নত উপসী ধান চাষ করে সফলতা অর্জন করেছে। সভায় তিনি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ধান চাষে অধিক লাভ অব্যাহত রাখতে আগামীতে আধুনিক পদ্ধতীতে উন্নত উপসী ধান চাষের জন্য সকল কৃষককে আহবান জানান।
বি.এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(7)