অন্ত্যজ (দলিত) জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের শিক্ষামূখী করা ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষে তালায় শিক্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় তালাস্থ বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন ওরিয়েন্টেশনের আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে ভূমিজ ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, অন্ত্যজ পরিষদের সভাপতি নীল কোমল দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান।
ভূমিজ কর্মকর্তা শেখ মশিউর রহমান এর সঞ্চালনায় ওরিয়েন্টেশনে শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, শিক্ষক কার্তিক চন্দ্র হালদার, বিধান দাশ, আব্দুস সবুর, সুর্য্য পাল, রবিউল ইসলাম, আসমা খানম, ঝর্না রানী ঘোষ, ভূমিজ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল চক্রবর্ত্তী, সাংবাদিক বি.এম জুলফিকার রায়হান, ভূমিজ কর্মকর্তা নিহার রঞ্জন ভৌমিক, বাসুদেব দাস, শ্যামল দেবনাথ, তকব্বর আলী ও অর্জূন বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।
ওরিয়েন্টেশনে অন্ত্যজ (দলিত) ছাত্র/ছাত্রীদের শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধিকরন, পারিবারিক সহিংসতা রোধ ও মর্যাদায় গড়ি সমতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(15)