তালার কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি কেটে ইট ভাটায় ইট তৈরির দায়ে দুই ভাটা মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করেন।
সূত্র জানায়, উপজেলার গোনালী আরবিএস ব্রিকস্ এবং ভাগবাহ গ্রামের নুর ব্রিকস দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি কেটে ভাটার ইট তৈরি করে আসছিল। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত উক্ত ভাটা দুটি অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১ ধারায় অপরাধে দু’ ভাটা মালিককে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো. শওকত হোসেন এবং তালা থানার উপ-পরিদর্শক মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া দাঙ্গা হাঙ্গামার অপরাধে উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান (৪০)কে দন্ডবিধি ১৪৭ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি উপজেলার সেনেরগাতি গ্রামের শহর আলীর পুত্র। তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(10)