তালার বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন প্রতিযোগীতার আয়োজন করে। দাতা সংস্থা ডিএফআইডি এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় উক্ত বিতর্ক প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়।
মুক্তি ফাউন্ডেশনের পারফেক্ট প্রকল্প’র আওতায় রোববার দুপুর ১২টায় জাগরনী মাধ্যমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগীতায় কৃষ্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয় এবং জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
প্রতিযোগীতায় মর্ডারেটরের দায়িত্ব পালন করেন, জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক মৃনাল কান্তি দাস, মো. হারুনÑঅর-রশিদ, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এস.এম জামান।
বিতর্ক প্রতিযোগীতা উপলক্ষ্যে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশন’র পারফেক্ট প্রকল্পের সমন্বয়কারী প্রসাদ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে শিক্ষক আলশগীর হোসেন, আসাদুজ্জামান, নাসরিন নাহার, শাহানারা বেগম, সমন্বয়কারী সুনন্দা ভদ্র, মনিটরিং অফিসার মো. রফিকুল ইসলাম, হিসাব রক্ষক উত্তম কুমার ঘোষ প্রমুখ উপস্থিথ ছিলেন। বিতর্ক প্রতিযোগীতায় সাদিয়া সুলতানা, রবিউল ইসলাম, উর্মী খাতুন, লাবনী খাতুন. ফারজানা আক্তার, রাসেল হোসেন, নাজমিন খাতুন, পূজা দাশ, তুলি খাতুন, রাসেল ইসলাম, রনি দাশ ও শিরিনা অংশগ্রহন করেন।
মর্যাদায় গড়ি সমতা শীর্ষক বিতর্ক প্রতিযোগীতার পক্ষে দলনেতা ছিলেন রনি দাশ এবং বিপক্ষ দলের নেতা ছিলেন শিরিনা খাতুন।
প্রতিযোগীতায় লাবনী খাতুন প্রথম, রাসেল ইসলাম দ্বিতীয় এবং পূজা দাশ তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(5)