১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস-১৫ উপলক্ষ্যে তালায় র্যালী ও জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তালা উপজেলা কমান্ডের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে তালা উপশহরে একটি র্যালী বের হয়। র্যালী শেষে তালা মুক্তিযোদ্ধা কমান্ড চত্বরে এক সমাবেশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা কোহিনুর ইসলাম’র পরিচালনায় সমাবেশে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সুভাস সরকার, আলহাজ্ব আব্দুস সোবহান, তালা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বক্কার মোড়ল, আব্দুর রশিদ সরদার, এম. এম. ফজলুল হক, অমল কান্তি রায়, লুৎফর রহমান, আব্দুস সবুর, এস. এম. হাবিবুর রহমান, আব্দুল জলিল, তবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং ওয়ার্কার্স পার্টি নেতা অধ্যাপক সরদার রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)