শুক্রবার রাতে উপজেলার নুরুল্লাপুর এলাকায় তালা-কপিলমুনি ভায়া খলিলনগর সড়কে মটরসাইকেল ছিনতায় সংঘটিত হয়েছে। ছিনতাইকারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে ভাড়ায় চালিত একটি মটরসাইকলেসহ মটরসাইকেলের এক যাত্রীর নিকট থেকে ১৩ হাজার টাকা ছিনতাই করে। এঘটনায় বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা মটরসাইকেল মালিক তালার বারুইহাটি গ্রামের রাজআলী সরদারের পুত্র আনিছ সরদার (৪০)কে পিটিয়ে গুরুতর আহত করে।
মটরসাইকেল চালক আনিছ সরদার জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মটরসাইকেলের যাত্রী শিক্ষক জিয়াউর রহমানকে তালা থেকে নিয়ে খলিলনগর যাচ্ছিলেন। পথিমধ্যে নুরুল্লাপুর এলাকায় পৌঁছালে ৮/১০ জনের ছিনতাইকারী দল সড়কে রশি টাঙ্গিয়ে তাদের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা মটরসাইকেল ও যাত্রী জিয়াউর রহমানের কাছ থেকে ১৩ হাজার ২০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় বাঁধা দেওয়ায় ছিনতাইকারীদের পিটুনিতে আনিছ গুরুতর আহত হয়। পরে পথচারীরা গুরুতর আহতাবস্থায় আনিসকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(4)