তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ কুমার কাশ্যপী সভায় সভাপতিত্ব করেন। আইওএম এর প্রতিনিধি সুব্র অধিকারী’র সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, এস.এম. লিয়াকত হোসেন, এম. মফিদুল হক লিটু, মিয়াজান আলী মোড়ল, শেখ আয়ূব আলী, জাহাঙ্গীর হোসেন, মহব্বত আলী, গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা অফিসার অধীর চন্দ্র গাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, মেডিকেল অফিসার ডা. আবু সাইদ রিপন, ডা. রাজিব সরদার, ডা. হাসানুজ্জামান, ডা. জিয়াউর রহমান, ডা. শাহারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলীম, বি.এম. জুলফিকার রায়হান, স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসিন হোসেন, ক্যাশিয়ার হাফিজুর রহমান, রূপান্তর কর্মী মো. খলিলুর রহমান ও উৎপল চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সূত্রে জানা যায়, তালা উপজেলায় ২০১৫ সালে পাচার চক্রের কবল থেকে ফিরে আসা ২৪ জন নারী পুরুষকে রূপান্তরের সহযোগীতায় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্য থেকে ৮জন নারী/পুরুষকে ভবিষ্যৎ জীবন যাপনের ক্ষেত্রে পূনর্বাসনের জন্য প্রত্যেককে পনের হাজার টাকার সুবিধা প্রদান করা হয়েছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)