বিগত ২০১৪ সালের ২৭ জানুয়ারী তালার ইসলামকাটী ইউনিয়ন ছাত্রদল সভাপতি আজহারুল ইসলাম শহীদ হন। প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কতিপয় পুলিশ কর্মকর্তা যোগসাজসে জনপ্রিয় ছাত্রদল নেতা আজহারুল ইসলামকে তথাকথিত ক্রস ফায়ারের মাধ্যমে এদিন হত্যা করে।
বুধবার তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে তালা উপজেলা ছাত্রদল।
এউপলক্ষে উথালী গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আজহারুলের কবর জিয়ারত করেছে তালা উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ এর নেতৃত্বে উপজেলা ছাত্রদল নেতা এহসান, সৈয়দ আজম, মীর মিল্টন, খলিলুর রহমান, সরদার রনী, মফিজুল ইসলাম, পাড় মোতাহার হোসেন, সরদার শাহীন আরিফ, রাজু, ইয়াছিন, প্রভাস, হাফিজ, হাসান, রিপন ও ইমরান প্রমুখ শহীদ আজহারুলের কবর জিয়ারতে অংশগ্রহন করেন।
নেতৃবৃন্দ শহীদ আজহারুলের বিদেহী আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সাথে মিলিত হন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(5)