তালা উপজেলা সামাজিক উদ্যোগ ফোরাম’র আয়োজনে, ফোরামের উপজেলা কমিটির সভা মঙ্গলবার সকালে স্থানীয় তালা ডাকবাংলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা এর সহযোগীতায়, অগ্রগতি সংস্থা- সাতক্ষীরা’র ব্যবস্থাপনায়, সংস্থার “মনোনীত ও নিয়োজিত প্রতিনিধিদের জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধিকরন” প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সভাপতি পি. এম. গোলাম মোস্তফা। অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সফিউল হক’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সাধারন সম্পাদক নাসিমা খাতুন ময়না, ফোরামের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মহিউদ্দীন সরদার, প্রভাষক আনিছুর রহমান, আবুল কাশেম, জুলফিকার রায়হান, স্বরসতি দাশ, হাবিবুর রহমান ও অগ্রগতি সংস্থার পিওটি রত্না রানী ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। সভায় স্থানীয় সরকারের গভার্নেন্স এ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষন ও কপোতাক্ষ নদ সুষ্ঠ খননে সামাজিক উদ্যোগ ফোরামের ভূমিকা, নদ অববাহিকার মাটি অপসারন, মাটি চুরি রোধ, কৃষি ও প্রাণি সম্পদ উন্নয়নসহ সমাজের নানাবিধ উন্নয়নমূলক কার্য্যক্রম নিয়ে আলোচনা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)