বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত তালা শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত সভার সহযোগীতা করে দাতা সংস্থা সানজিনো- ইটালী। দলিত’ টিপসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত টিপসি প্রকল্প ব্যাবস্থাপক দেবব্রত বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। দলিত’র সিডিও অর্জুন দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রঞ্জন রায়।
অন্যান্যের মধ্যে ইউপি সদস্য এজাহার আলী, আব্দুস সাত্তার, আক্কাচ আলী, খাইরুল ইসলাম মিঠু, রেবেকা বেগম, আতিকা বেগম, ইউপি সচিব রেহেনা খাতুন, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, শিক্ষক মিজানুর রহমান, শান্তি সরকার, রাজেস্বর দাস, সমাজ সেবিকা স্বরসতী দাস, মাওলানা তাওহিদুর রহমান ও পুরোহিত যুধিষ্টির চক্রবর্ত্তী, দলিত কর্মকর্তা রীনা দাস, শাওন শাহা ও সমীর দাস প্রমুখ বক্তৃতা করেন। সভায় দলিত সম্প্রদায়ের সামাজিক অধিকার ও মর্যাদা রক্ষা এবং সামাজিক সমস্যা দূরীকরন বিষয়ে আলোচনা হয়। এসময় দলিত কমিউনিটির ৬০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(12)