তালা প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইফাদ’র অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) তালা ও ডুমুরিয়া উপজেলায় পিস প্রকল্প বাস্তবান করছে।
এই প্রকল্পের আওতায় “উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্রচাষ ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্ম সংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন বিষয়ক উপ-প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলার ১ হাজার ৫০০ জন ও তালা উপজেলার ১হাজার ৫০০ জন চাষী সম্পৃক্ত করা হয়েছে। এই উপ-প্রকল্পে ৩০ জন করে ১০০ টি গ্রুপ বিদ্যমান আছে এবং প্রতি ২টি গ্রুপে ১ জন করে মোট ৫০ জন সহকারী লীড ফার্মার ও ৪ টি গ্রুপে ১ জন করে মোট ২৫ জন লীড ফার্মার রয়েছে। গত ০৫ ডিসেম্বর উপ-প্রকল্পের লীড ফার্মার ও সহকারী লীড ফার্মারদের অংশগ্রহনে মেন্টরিং প্রোগাম ও কারিগরী সেবা প্রদানে অবদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়। তালাস্থ সাস’র প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত মেন্টরিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে জুম মিটিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্পের সমন্বয়কারী ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। এরআগে মেন্টরিং অনুষ্ঠানের উদ্ধোধন করেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী ও পিকেএসএফ’র পিস প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার আল-ইমরান।
এসময় সাস’র সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক। প্রকল্পের উপর তথ্য উপস্থাপন করেন, সাস’র প্রকল্প সমন্বয়কারী খান মো. শাহ আলম। উপ-প্রকল্পের কারিগরী নির্দেশনা ও কর্ম-এলাকার অর্জন সম্পর্কে বক্তব্য রাখেন, ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মো. জুলফিকার আলী। উক্ত অনুষ্ঠানে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন’র সহকারী পরিচালক হুমায়ন কবির, এভিসিএফ মো. আবু জাহিদ ও মো. জাহাঙ্গীর হোসেন। এসময় উপ-প্রকল্পের ৪ জন সফল চাষী তাদের সাফল্য গাঁথা উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে লীড ফার্মার বা সহকারী লীডফার্মারদের প্রচেষ্টায় প্রকল্প হতে সরবরাহকৃত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণে অবদান রাখার জন্য ৫০ জনকে উৎসাহ ভাতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
(8)