প্রতিবছর ন্যায় এবছরও জাঁকজমকপূর্ন ভাবে বর্ষবরণ ও ডায়েরী প্রদান করা হয়।
সোমবার রাতে তালাস্থ সাস এর প্রধান কার্যলয়ে বর্ষবরণ ও ডায়েরী প্রদান সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সাস পরিচালক শেখ ইমান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান সাধু, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা বিএনপির সধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা বাজার বনিক সমিতির সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকির হোসেন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মীর মহাসিন হোসেন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, শিক্ষক মো. জামাল হোসেন, ময়নুল ইসলাম, শুধাংশ শেখর, শফিউল্লাহ সবুর, জামাল উদ্দীন, স্বপন মিত্র, সাস কর্মকর্তা সাইফুল ইসলাম, সুশান্ত ঘোষ, শেখ ফরিদ উদ্দীন আহমেদ, সাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করেন সাস কর্মকর্তা একেএম গোলাম ফারুক। সভা শেষে সাস’র পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদের মাঝে নতুন বছর ২০১৬ এর ডায়েরী প্রদান করা হয়।
বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)