দূর্ণীতি মুক্ত, সুষ্ঠ ও সিএস রেকর্ড এর নকশা অনুযায়ী কপোতাক্ষ নদ খননের লক্ষ্যে তালায় সভা অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ পূনঃখনন বাস্তবায়ন কমিটির উদ্যোগে শনিবার বিকালে তালা ডাকবাংলা সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কপোতাক্ষ পূনঃখনন বাস্তবায়ন কমিটির আহবায়ক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ। কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ রামপ্রসাদ দাস’র পরিচালনায় সভায় কমিটির যুগ্ম আহবায়ক নির্মল কুমার, সদস্য সচিব ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুল শুকুর, ইয়াছিন হোসেন ও মোহাম্মাদ আলী প্রমুখ বক্তৃতা করেন। এসময় তালা ও পাইকগাছা উপজেলার মধ্যদিয়ে বহমান কপোতাক্ষ নদ অববাহিকার ভুক্তভোগী শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)