তালায় নয়ন দাশ (১৫) নামের এক স্কুল ছাত্র গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসএসসি পরীক্ষা পূর্ব টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য্য হওয়ায় ক্ষোভে, অভিমানে সে আত্মহত্যা করে। নয়ন দাশ আটারই গ্রামের রতন দাশের পুত্র। পরিবার সূত্রে জানাগেছে, নয়ন দাশ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার লক্ষ্যে বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অংশগ্রন করে অকৃতকার্য্য হয়। একারনে বিদ্যালয় কর্তৃপক্ষ নয়ন দাশের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে দেননি। এতে করে ক্ষোভে, দু:খে, অভিমানে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এঘটনায় শুক্রবার তালা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম ও থানার এসআই মো. আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)