তালার থানার এসআই মো. আকরাম হোসেন জানান, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু বক্কার শেখ’র পুত্র শামিম শেখ (২৩) দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত রয়েছে।
মঙ্গলবার রাতে শামিম মাগুরা বাজারে কবির হোসেন’র ফলের দোকান থেকে একটি ১ হাজার টাকার জাল নোট ভাঙ্গানোর চেষ্টা করে। এসময় দোকান মালিক কবির হোসেন জাল টাকা বুঝতে পেরে আশপাশের লোকদের ডেকে জড় করে। পরে স্থানীয় জনতা শামিমকে আটক করে তালা থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ আটক শামিমের নিকট থেকে ১০টি ১০০০ জাল টাকা উদ্ধার করে। এব্যাপের শামিমের নামে তালা থানায় একটি মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, তালা উপজেলার জেঠুয়া, জালালপুর, শ্রীমন্তকাঠি, বালিয়া, মুড়াগাছা ও খেশরা অঞ্চলে জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় জালা টাকা ছড়িয়ে দিচ্ছে। তালা থানা পুলিশের হাতে বিভিন্ন সময় দু’ একজন জাল টাকা ব্যবসায়ী আটক হলেও এই ব্যবসা বন্ধ হয়নি।
-বি.এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)