জানা গেছে বুধবার বিকালে তালা উপশহরের আজিজের গ্যারেজ থেকে একটি চোরাই মটরসাইকেল আটক করে এএসআই মনির হোসেন। এ সময় তালা উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকির দায়িত্বরত এএসআই মনির হোসেনকে লাঞ্চিত করে মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পুলিশকে লাঞ্চিত ও সরকারি কাজে বাঁধা প্রদানসহ চোরাই মটরসাইকেল ছিনিয়ে নেবার অভিযোগে যুবলীগ আহবায়ক সরদার জাকির হোসেন এর বিরুদ্ধে বৃহস্পতিবার তালা থানায় জরুরী আইনে একটি মামলা দায়ের হয়েছে। এদিন তাকে আটক করে সাতক্ষীরা জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
//বি. এম. জুলফিকার রায়হান, তালা, সতক্ষীরা
(1)