উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম জানান, তালা উপজেলায় চলমান আইএফএমসি প্রকল্পের আওতায় ৪টি কৃষক মাঠ স্কুল থেকে ৩০জন কৃষক/কৃষাণী প্রতিনিধি নিয়ে ভ্রমন এর আয়োজন করা হয়। তিনি জানান, ভ্রমনকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র এবং আইপিএম ক্লাব পরিদর্শণ করা হয় । এসময় তালার উপসহকারী উদ্বিদ সংরক্ষন কর্মকর্তা মো. আবু জাফর, উপসহকারী কৃষি অফিসার পরিতোষ রায়, মোড়ল আলী আহম্মেদ, নুপুর পারভীন ও কমলেশ মন্ডলসহ উপজেলার হরিশ্চন্দ্রকাঠি, হাজরাপাড়া, ইসলামকাঠি ও মুড়াকলিয়া ব্লকের ৩০জন কৃষক/কৃষানী এবং ৬জন কৃষক সহায়তাকারী (এফএফ) অংশগ্রন করেন। উক্ত ভ্রমনকালে কৃষক/কৃষাণীরা কৃষক সংগঠন তৈরির উপকারিতা, পতিত জায়গার সদ্ব্যবহার করে ফসল উৎপাদন, গরু মোটা তাজাকরণ, জমির আইলে সবজি চাষ, বীজ সংরক্ষন, বসত বাড়িতে পরিকল্পিত সবজি চাষ, উন্নত পদ্ধতিতে মুরগি পালন ও মাছ চাষ বিষয়ে পরিদর্শন করেন। এই ভ্রমন থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষক/কৃষানীরা আগামীতে অধিক লাভবান হবেন বলে কৃষি অফিসার মো. সামছুল আলম আশাবাদ ব্যাক্ত করেছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(5)