তালা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. সগীর আহম্মেদ মিয়া ও বিদায়ী অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম রেজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। তালা খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার রাতে স্থানীয় তালা ডাকবাংলা সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান সভায় সভাপতিত্ব করেন তালা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, কাজী আমিনুল হক আফরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম। তালা আদর্শ যুব সংঘ’র সভাপতি শেখ নজরুল ইসলাম’র পরিচালনায় সভায় সংবর্ধিত দু’ অতিথি যথাক্রমে সদ্য যোগদানকৃত ওসি মো. সগীর আহম্মেদ মিয়া এবং সদ্য বিদায়ী ওসি মো. রেজাউল ইসলাম রেজা বক্তৃতা করেন। এছাড়া তালা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ জুনায়েত আকবর, তালা খেলোয়াড় কল্যাণ সমিতি নেতা ও ক্রীড়া সংগঠক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, হাবিবুর রহমান হাবিব, কাজী মোমিনুল বারী চান্টু, ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু, তালা ক্লাবের সদস্য মাহফুজুর রহমান, কাজী চয়ন ও আসাদ প্রমুখ বক্তৃতা করেন। এসময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সম্বর্ধনা সভায় নতুন অফিসার অত্র এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়া এলাকায় ক্রীড়া ক্ষেত্র তৈরি করার জন্য খেলোয়াড়দের আশ্বাস প্রদান করেন। সভায় সংবর্ধিত দু’ অতিথি যথাক্রমে সদ্য যোগদানকৃত ওসি মো. সগীর আহম্মেদ মিয়া এবং সদ্য বিদায়ী ওসি মো. রেজাউল ইসলাম রেজাকে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, তালা থানার সদ্য বিদায়ী ওসি মো. রেজাউল ইসলাম রেজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব ছিলেন। ওসি রেজাউল ইসলাম রেজার উৎসাহতে তালায় বড় ধরনের একাধিক ফুটবল ও কাবাডি টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিদায়ী ওসির কারনে তালার যুব ও তরুন সমাজ খেলার মাঠে ফিরে আসতে অনেকটায় উজ্জীবিত হয়। তালার সর্বস্তরের খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকের কাছে তিনি অত্যান্ত প্রিয় ব্যক্তি ছিলেন।