আজ প্রতিমা বিসর্জন উপলক্ষে সকাল থেকে লক্ষণপুর মন্দির চত্ত্বরে আয়োজিত মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাদ্যযন্ত্র প্রতিযোগিতা এবং সহস্রাধিক দর্শনার্থীর উপস্থিতিতে স্থানীয় শিশুদের অংশগ্রহণে প্রতিমর্তি প্রদর্শিত হয়।
লক্ষণপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষে অপুর্ব দাস বলেন, দেবীকে বিসর্জন দিয়ে আবার এক বছরের জন্য তার আগমণের জন্য অপেক্ষা করবেন তার ভক্তবৃন্দ। আমাদের এলাকায় এই প্রথম আমরা পূজা মন্ডপের আয়োজন করেছি। আয়োজন করেছি মেলা সহ বিভিন্ন প্রতিযোগিতার। আমরা আশা করছি আগামীতে আরো আড়ম্বরভাবে আমরা আয়োজন করবো।
-বাহারুল ইসলাম, লক্ষণপুর, তালা, সাতক্ষীরা
(1)