তালা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ কামেল মডেল হাইস্কুলের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট বিদ্যালয় কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব এম. এ কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব মাষ্টার আব্দুস সোবাহান ও ইসলামকাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ দাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ কর, সহকারী শিক্ষক এমএম শাহাদাত হোসেন, এমএ হাকিম ও সাংবাদিক আব্দুল আলীম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের অগ্নিঝরা বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও ঘটনা প্রবাহ স্মৃতিচারণ করে বক্তব্য তুলে ধরেন। ব্যতিক্রমশীল এই অনুষ্ঠানের মাধ্যমে প্রজন্মের শিক্ষার্থীরা বাঙ্গালী জাতীর বীরাত্বগাঁথা মুক্তির সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারনা পেয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
সবশেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ করের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষনের সিডি ডিজিটাল কনটেন্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রদর্শন করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(17)