তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলামকে পরিকল্পিত ভাবে হয়রানীর চেষ্টা ও সমাজে মিথ্যা অপপ্রচার চালিয়ে হেয় করায় ক্ষোভ প্রকাশ করেছে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নারীরা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি একটি মহল’র ইন্দনে স্বপ্ন পকল্পের উপকারভোগী এক সদস্য সম্পৃক্ত হওয়ায় তাঁর বিরুদ্ভে ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেÑ একই প্রকল্পের অন্য উপকারভোগীরা নারীরা। সোমবার দুপুরে তালা সদর মডেল ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী নারীদের “নেতৃত্ব উন্নয়ন বিষয়ক” ১ দিনের পশিক্ষন চলাকালে নারীরা তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র নিকট ক্ষোভ ও বিচার দাবী করেন। বেসরকরি সংস্থা সুশীলন এর আয়োজনে, তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম এর সভাপতিত্বে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জেবুন্নেছা খানম। এসময় সাংবাদিক আব্দুল আলীম, বি.এম. জুলফিকার রায়হান, ইউপি সচিব রেহেনা খাতুন, সুশীলন’র স্বপ্ন প্রকল্প’র ইউনিয়ন ওয়ার্কার লিলিমা খাতুন, রেহেনা বেগম, রেবেকা খাতুন, ছাত্রসমাজ নেতা হাসান আলী বাচ্চু ও বাহারুল ইসলাম সহ স্বপ্ন প্রকল্পের উপকারভোগী অসহায় ও দরিদ্র নারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনচলাকালে স্বপ্ন প্রকল্পের ৩নং দলের উপকারভোগী মায়া রানী, ডালিম, জরিনা বেগম, আঞ্জুয়ারা বেগম ও হামিদা বেগম প্রশিক্ষনের প্রধান অতিথিÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর নিকট অভিযোগ করে বলেন, তাদের দলের জোসনা বেগম নামের এক সদস্য ঠিকমত কাজ না করে বসে থেকে সময় পার করে। তিনি দলের নেতার নির্দেশ মানেন না। দলের সকলে কাজ করলেও জোসনা বেগম কাজ না করেই সরকারি অর্থ উত্তলোন করে। গত বুধবার জোসনা বেগম অনুরুপ কাজ না করে প্রায় সানরাদিনই বসে সময় পার করছিল। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে ওই মহিলাকে কাজে যোগদানের কথা বলে। কিন্তু জোসনা বেগম কাজে যোগদান না করে বহাল তবিয়তে বসে থাকে। পরবর্তিতে চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি জানতে পেরে ওই মহিলাকে কোজে যোগদানের জন্য চাঁপ প্রয়োগ করলেÑ জোসনা বেগম চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এনিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে চেয়ারম্যান প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য ৩নং দলের সকলকে নির্দেশ দিয়ে চলে আসে। এঘটনার ১ জনের অপরাধে সকলের কাজ বন্ধ হবার আশংকায় স্বপ্ন প্রকল্পের উপকারভোগী ৩নং দলের নারীরা ওইদিন বিকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসে বিষয়টি অবহিত করে। কিন্তু নির্বাচনী সম্ভাব্য প্রতিপক্ষ একটি মহলের ইন্দনে জোসনা বেগম ঘটনার মোটিভ ঘুরিয়ে অপপ্রচার শুরু করে। চেয়ারম্যান জোসনা বেগমকে লাঞ্জিত করেছে মর্মে সর্বত্র অপপ্রচার শুরু হয়। এমনকি পরিকল্পিত ভাবে চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলামকে হয়রানী করার জন্য প্রতিপক্ষ মহলটি জোসনা বেগমকে পুঁজি করে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় স্বপ্ন প্রকল্পের উপকারভোগী অসহায় সকল মহিলারা কুচক্রী জোসনা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য দাবী জানিয়েছেন। মহিলাদের এই অভিযোগ করাকালীন জোসনা বেগম’র কন্যা সেখানে উপস্থিত ছিলেন এবং ষড়যন্ত্র’র কথা স্বীকার করেন। উল্লেখ্য, দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রনে বেসরকারি সংস্থা সুশিলন তালা সদর মডেল ইউনিয়নে স্বপ্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ইউনিয়ন পরিষদের সার্বিক তত্বাবধানে প্রকল্পের মাধ্যমে ৩৬জন দরিদ্র ও অসহায় নারী সরকারি অবকাঠামো রক্ষনা-বেক্ষনে নিয়োজিত হয়েছেন।