সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুরে এই চাল বিতরন করা হয়।
ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য আব্দুর রহিম, মৃনাল সাহা, সৈয়দ খাইরুল ইসলাম মিঠু, ইউপি সচিব রেহেনা খাতুন, স্বপ্ন প্রকল্প কর্মী রেহেনা পারভীন, জাপা নেতা আব্দুল আজিজ, যুব সংহতি নেতা বাহারুল ইসলাম, নেয়ামত মোড়ল, ছাত্রসমাজ নেতা যুধিষ্টির চক্রবর্ত্তী সহ উপকারভোগী মহিলারা উপস্থিত ছিলেন।
তালা সদর মডেল ইউনিয়নের উপকারভোগী দরিদ্র ১৯৮ জন মহিলাকে এদিন ডিসেম্বর-১৫ মাসের অনুকূলে বরাদ্দ দেয়া ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
এরপূর্বে তালা সদর মডেল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারি সম্পদ এবং অবকাঠামো রক্ষনা-বেক্ষনের দায়িত্বে নিয়োজিত ৩৬জন দরিদ্র নারীকে তাদের পারিশ্রমিক প্রদান করা হয়। বেসরকারি সংস্থা সুশীলন এর স্বপ্ন প্রকল্প’র আওতায় ২৪দিনের পারিশ্রমিক আনুষ্ঠানিক প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)