তালা হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। চলতি শিক্ষা বর্ষে প্রথম বর্ষ’র শিক্ষার্থীদের অংশগ্রহনে নবীনবরন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে তালা আল আমীন অ্যাকাডেমি মিলনায়তনে নবীনবরন সভায় সভাপতিত্ব করেন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুব্রত কুমার নন্দী। প্রধান অতিথির বক্তৃতা করেন, বিশিষ্ট হোমিও প্যাথিক চিকিৎসক আলহাজ্ব ডা. শেখ মাহমুদুল হক। স্বাগত বক্তৃতা করেন, কলেজের পরিচালক ডা. জি. আলম। কলেজের প্রভাষক ডা. কামরুল ইসলাম কবির’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, ডা. জাকির হোসেন ও সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান। অন্যান্যের মধ্যে কলেজের দ্বিতীয় বর্ষ’র শিক্ষার্থী অসীম কুমার চক্রবর্ত্তী, এস. এম. আবুল হুসাইন, মো. রুহুল কুদ্দুস, মো. রফিকুল ইসলাম, প্রথম বর্ষ’র শিক্ষার্থী আসাদুর রহমান, প্রশান্ত কুমার, তানিয়া খাতুন, মিনা শাহিনা পারভীন, সানজিদা নাহার ও আবুল খায়ের প্রমুখ বক্তৃতা করেন। সভায় দ্বিতীয় বর্ষ’র শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরন করে নেন। উল্লেখ্য, তালা হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল ২০০৭ সালে স্থাপিত হবার পর থেকে অদ্যবদী সাফল্য’র সাথে শিক্ষা কার্য্যক্রম এগিয়ে চলেছে। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী এখান থেকে হোমিও প্যাথিকের উপর শিক্ষা গ্রহন করছে। চলতি ২০১৫ শিক্ষা বর্ষে বিপুল সংখ্যক শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। হোমিও প্যাথিকের প্রচার বৃদ্ধি ও অভিজ্ঞ ডাক্তার সৃষ্টির লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অত্র কলেজে আরও শিক্ষার্থীদের ভর্তি হবার সুযোগ রয়েছে বলে জানিয়েছেনÑ কলেজের প্রভাষক ডা. কামরুল ইসলাম কবির। অত্র প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা তালা মহিলা কলেজ রোডে রহমান হোমিও চিকিৎসালয়ে যোগাযোগ করতে পারবে।