তুমি অনন্যা
—কলমে শিরিনা পারভীন
শুভ জন্ম দিন তোমার
হে অনন্য, তুমি বঙ্গমাতা।
বঙ্গবন্ধুর নামের পাশে তুমি
তাই বঙ্গমাতা হলে তুমি।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
তাই তুমি অনন্যা।
অসাধারণ, রাজনীতি আর সংসারের অপরিহার্য দায় ছিল তোমার,
হে বঙ্গজননী, তুমি তাঁর সতীর্থ ভাবনার ছিলে।
নিরবিচ্ছিন্ন আর অদম্য সহচারী,
বঙ্গবন্ধুর কারাগার ছুঁয়ে ছুঁয়ে
অন্তহীন সাহস যুগিয়েছো।
হে বঙ্গজননী, তুমি-ই অনন্যা,
বাংলাদেশের নারীদের তুমিই অনুপ্রেরণা।
নিজের ভোগবিলাসকে পায়ে মাড়িয়ে
সংসার সন্তান আর রাজনীতির
নিষ্ঠুর আঘাতে হারাওনি তোমার সাহস।
হে বঙ্গজননী, তাই তো তুমি অনন্যা
বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব,
৭ই মার্চে মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতার যে ডাক!
সে-ও ছিল খানিকটা তোমার-ই অবদান,
তাই তুমিও মিশে আছো
বাংলার নদী-সাগর-পাহাড় মাটিতে।
সবুজ ঘেরা হৃদয় কাড়া শেখ মুজিবের বাংলাদেশে
তাইতো তুমি ছিলে অনন্যা।
তোমার জন্ম আছে মৃত্যু নেই,
তোমার শুরু ছিল শেষ নেই,
হে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব তুমি-ই অনন্যা,,!!
(14)