তুরস্কের রাজধানী আঙ্কারায় শান্তি সমাবেশে জোড়া বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।
হামলার দায় এখনো পর্যন্ত কেউ নেয়নি। এ ঘটনায় নিন্দা জানিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান, প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। তুরস্কে ঘোষণা করা হয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় শোক।
হামলার প্রতিবাদে ইস্তানবুলে বিক্ষোভ মিছিল করেছেন, কয়েক হাজার মানুষ। শনিবার আঙ্কারার একটি ট্রেন স্টেশনের পাশে শান্তি সমাবেশে পরপর দুটি বিস্ফোরণে, হতাহতের ওই ঘটনা ঘটে।
কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে ও তুরস্কের নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে, দেশটির বামপন্থী সংগঠনগুলো।
(0)