অন্তত দুইশ জনকে জীবিত উদ্ধার করে তুর্কি কোস্টগার্ড। নিহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে এবছর আড়াই হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ক’দিন আগে এই তুরস্ক উপকূলেই, তিন বছর বয়সী কুর্দি শিশু আইলানের নিথর দেহ পড়ে থাকার ছবি তোলপাড় তোলে গোটা বিশ্ব জুড়ে
(0)