খানজাহান আলী থানা প্রতিনিধিঃ তেলিগাতী পাকার মাথার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. ইসরাইল শেখ(৬১) গত ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অখংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মরহুমের নিজস্ব বাসভবন তেলিগাতী পাকার মাথায় জানাযা শেষে তাকে খলিশপুুর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় যোগিপোল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নং ওয়ার্ড মেম্বর জিএম এনামুল কবির, ব্যাংকার জাহিদ ইকবাল, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম, রুবলে হোসেনসহ এলাকার গন্যামান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযার ইমামতি করেন ফকির বাড়ী বাগে জান্নাত জামে মসজিদের ইমাম মো. মিজানুর রহমান।
(2)