খানজাহান আলী থানা প্রতিনিধি: তেলিগাতী নেপাল আশ্রম পূজা কমিটির উদ্যোগে গুনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তেলিগাতী নেপাল আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। সংবর্ধিত অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত ৭নং ওয়ার্ড(দিঘলিয়া) সদস্য মো. সাইফুল ইসলাম বাবু।
তেলিগাতী নেপাল আশ্রম পূজা কমিটির উপদেষ্ঠা বাবু খিতিশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং কমিটির সভাপতি দেবাশীষ মন্ডল উজ্জ্বল ও সাধারণ সম্পাদক পবিত্র মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য জি,এম এনামুল কবির, ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, মহিলা মেম্বর মোসা. মাহফুজা বেগম, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোহেল সরদার, তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবাল, বিশিষ্ঠ আইনজীবি মো. হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন হাবু।
অনুষ্ঠানে বক্তৃতা করে দিপংকর হালদার, অনিমেষ সরকার, দয়াল মন্ডল, কৃষ্ণ মন্ডল, ঠাকুরদাস বিশ্বাস, তরুন সরকার, উৎপল মন্ডল, বিপ্লব কুমার মন্ডল, হিরা মন্ডল, দেব্রত রায়, তরুন মন্ডল, দিপু মন্ডল, চন্দ্রন বিশ্বাস, সাজু সরকার, নেপাল হালদার, টমাস হালদার, মিলন রায়, সমীর রায়, উত্তম হালদার, চন্দ্রশেখর হালদার, হিরক মন্ডল।
(5)