গত ২৬ ডিসেম্বর ২০১৫ এ রাজধানীর সিক্স সিজ হোটেল এর সম্মেলন কক্ষে রোটারী ক্লাব অব ঢাকা ওয়ান, আরআইডি-৩২৮১ এর এসেম্বলীতে রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর এসএএম শওকত হোসেইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিত্রাণ এর সহকারী পরিচালক বিকাশ দাশ এর নিকট উক্ত সম্মাননা প্রদান করেন। এ সময় বিকাশ দাশ বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক ও বর্ণবৈষম্যের কারনে দলিতদেও জীবনমান, অবস্থা ও অবস্থানসমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মি: মনোয়ার আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে দলিত জনগোষ্ঠি তথা অবহেলিত এ জনগোষ্ঠির মানবাধিকার নিয়ে পরিত্রাণ যে অবদান রেখেছে তাতে এ সম্মননা তাদেরকে দিতে পেরে আমারা নিজেদেরকে ধন্য মনে করছি। পরিত্রাণ বাংলাদেশে এ ধরনের জনগোষ্ঠির উন্নয়নে আরো বেশি কাজ করবে এমন প্রত্যাশা আমাদের।
উল্লেখ্য যে পরিত্রাণ বাংলাদেশে দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠায় র্দীঘদিন ধরে কাজ করছে। ১৯৯৩ সালে দলিত স্টুডেন্ট ফোরাম নামে বাংলাদেশে প্রথম দলিতদের মানবাধিকার সহ বিভিন্ন দাবি, অধিকার আদায়, দলিত ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় আগ্রহী করতে কাজ করে আসছে। পরবর্তীতে পরিত্রাণ নামে কাজ শুরু করে।
(52)