২০১৫ সালে সংগঠিত পিএসসি এবং জেএসসি পরীক্ষায় পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সহযোগিতায় কেশবপুর ও মনিরামপুরে দলিত ছাত্র-ছাত্রীর এ সাফল্যে তিনি সহযোগি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশে দলিত আন্দোলনকে গতিশীল করতে যারা আমাদেরকে সহায়তা করছেন, যাদের সহায়তায় আমাদের এ জনগোষ্ঠির জন্য উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাচ্ছি তাদের তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, সকলের সহায়তা পেলে আমরা একদিন একটি সমৃদ্ধজাতিতে পরিনত হবো।
আজ আমার যে ভাই বা বোনেরা ভাল ফলাফল করেছেন তাদেরকে যদি ঠিকমত গাইড করা হয় তাহলে তারা একদিন শুধুমাত্র এ দলিত জনগোষ্ঠির জন্য নয় সমগ্র দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবে। সেজন্য সরকার সহ সকলের সহানভুতি কামনা করছি এ অবহেলিত দলিত জনগোষ্ঠির উন্নয়নের জন্য। সর্বপরি তিনি এ কাজের সাথে সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা- কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
(14)