বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র আয়োজনে বৃহস্পতিবার এস,এস,সি পরীক্ষার্থী দলিত ছাত্রছাত্রীদের ফরম পুরনের জন্য আর্থিক সহায়তা প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। চুকনগর বাজারস্থ দলিত হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দলিত স্কুলের মোট ৮০জন ২০১৬ সালের এস,এস,সি পরীক্ষার্থীকে ফরম পুরন ও টেষ্ট পেপার ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। দলিত-এর শিক্ষা কর্মকর্তা মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। তিনি ছাত্রছাত্রীদের লক্ষ্য স্থির করে লেখাপড়া করে ২০১৬ সালের এস,এস,সি, পরীক্ষায় ভাল ফলাফল অজর্নের জন্য ও পরীক্ষাকালীন সময়ে প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন দলিত-এর সমন্বয়কারী মি. নিতাই চন্দ্র দাস, হাসপাতালের ম্যানেজার মি. মেহেদী হাসান, দলিত একশন এইড প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মি. উজ্জ্বল মন্ডল, স্পন্সরশীপ অফিসার প্রসেনজিৎ দেবনাথ, সিডিও উত্তম দাস, নেপাল চন্দ্র দাস, বিপ্লব মন্ডল ও চিন্তা দাস ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(10)