প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন পাস, খাস জমিতে দলিতদের অধিকার নিশ্চিত করা, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদান, রাজনৈতিক দলসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় দলিতদের অন্তর্ভুক্তি, দলিত হরিজন বেঁদে উন্নয়ন নীতিমালার সঠিক বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) বরিশাল বিভাগীয় কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এর সভাকক্ষে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) বিভাগীয় কমিটির ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা এফসিডিও ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে, বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর সহযোগিতায় এবং বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এ ষান্মাসিক সভার আয়োজন করে। বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি জীবন রবিদাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি বৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনোরিটি রাইটস ফোরাম বরিশাল বিভাগের সম্পাদক রনজিত দত্ত। তারা দলিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অধিকারহীনতার কথা তুলে ধরে বলেন, দলিত জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও তৃণমুল পর্যায়ে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। তারা দলিতদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় দলিতদের অন্তর্ভুক্ত ও তাদের মতামত গ্রহনের দাবীও জানান।
দলিত নেতারা বলেন ইতোমধ্যে ভূমিহীন ৬০টি দলিত পরিবারকে খাস জমি বন্দবস্তের জন্য বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) প্রাথমিকভাবে উদ্যোগ নিলেও তা বাস্তবায়নের দৃশ্যমান কোন উদ্যোগ নেই। করোনাকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩২ টি নির্দেশনার মধ্যে ২২ নং নির্দেশনায় অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার প্রদানের বিষয় উল্লেখ থাকলেও স্থানীয় প্রশাসন তা বাস্তবায়ন করছে না।
বক্তব্য রাখেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর ঋষি দাস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিনয় ঋষি দাস, পিরোজপুর জেলা আহবায়ক পলাশ রবিদাস, সুনিল রবিদাস, তপন ঋষি দাস, মিঠুন রবিদাস, শিল্পী রানী, মালা রানী প্রমূখ। সভাটি সমন্বয় করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার শাহানাজ আক্তার পলি এবং সঞ্চালনা করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর বিভাগীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক পল্টু কান্তি মন্ডল।
এছাড়া তারা আগামী ২১ মার্চ আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উদযাপন, ভূমিহীন দলিত পরিবারের মাঝে ভুমি বন্দবস্তের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, সরকারী বিভিন্ন সেফটিনেট প্রকল্পে দলিতদের অগ্রাধিকার ও বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের দাবীতে স্থানীয় পর্যায়ে এডভোকেসী করাসহ আগামী ৬মাসের কর্মপরিকল্পনা করেন।
(34)