শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপঃ দাকোপে তিলডাঙ্গা বটবুনিয়া গ্রামের গৃহবধুর আত্নহত্যা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে লাশ ময়না তদন্তে খুলনায় প্রেরন।
ভুুক্তোভোগী পরিবারের স্বজন সুত্রে স্বপন রায় জানায় কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামের বিধান রায়ের কলেজ পড়ুয়া কন্যা শান্তানা রায় (২০) এর সহিত প্রেমের সর্ম্পকের কারনে উভয় পরিবারের কাউকে না জানিয়ে দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের পরিক্ষিত রায়ের ছেলে পার্থ প্রতিম রায়ের সাথে গত ১ মাস পুর্বে রেজিষ্টি বিবাহ হয়।
পরবর্তীতে উভয় পরিবার বিষয়টি মেনে নিলে শান্তনা তার স্বামীর গৃহে বসবাস করছিল। বসবাসের একপর্যায়ে গত শুক্রবার দিবাগত রাত ৯টা/১০টার দিকে র্পাথ প্রতিম ফোনে শান্তনার পিতাকে জানায় তার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে মারা গেছে। এ খবর পেয়ে আমরা (স্বপন রায়) পার্থ প্রতিমের বাড়িতে যাই। যেয়ে দেখি খাটের উপর শান্তনা রায়ের মৃত দেহ পড়ে আছে। মৃতের ঠোটের ও বাম হাতে ক্ষতচিহ্ন রয়েছে। আমরা মনে করছি পারিবারিক কারনে নির্যাতন করে শান্তনাকে হত্যা করে খাটের উপর রাখা হয়েছে।
এ ব্যাপারে দাকোপ থানার পুলিশ পরিদর্শক পলাশ দাস জানায়, থানায় একটি অপমুত্যু মামলা রজুকরা হয়েছে যার নংঃ ৩/২০ তাং-০৮-০২-২০২০। প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরন করা হয়েছে।
দলিত ভয়েস//হাবিবা
(2324)