দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ শনিবার সকাল ১১ টায় লাউডোব ইউনিয়নের সবিতা গোস্বামীর প্রদর্শনী মাঠে বিনা চাষে আলু উৎপাদন প্রজেক্টের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সূত্রে জানা যায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রদ্বীপন বিনা চাষে আলু উৎপাদনের জন্য দাকোপের ২৮০ টি প্রদর্শনীর কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে তাদেরকে ২০ (বিশ) কেজি করে আলুর বিজ বিনামূল্যে দেওয়া হয়। চাষ শেষে বর্তমানে কৃষকরা প্রতি বিঘা জমিতে ৯০ মন অর্থাৎ হেক্টর প্রতি ২৭ টন আলু পেয়েছেন। আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক উজ্জ্বল গোস্বামী, প্রধান অতিথি ছিলেন লাউডোবের ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ। সমগ্র সভাটি সঞ্চালনা করেন প্রজেক্টের প্রকল্প সমন্ময়কারী দূর্গাপদ সরকার। মাঠ দিবসে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
(2)