দাকোপ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে গতকাল শুক্রবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় ও যুবনেতা রতন কুমার মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগনেতা ননী গোপাল মন্ডল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির,জয়ন্তী রানী সরদার, অসিত বরণ সাহা, এবিএম রুহুল আমীন, অধ্যাপক দুলাল রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কে এম কবীর হোসেন, সনত কুমার হুই (বাচ্চু), মোল্যা নজরুল ইসলাম, স্বপন কুমার সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, অধ্যাপক লিপিকা বৈরাগী, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, আ’লীগনেতা মোহন লাল সাহা,এস এম আব্দুল গফুর সানা, দেবাশিষ ঢালী, অমারেশ ঢালী, বিজয় লক্ষ্মী সাহা, নাসিমা বেগম, ইউনুছ আলী জমাদ্দার, উত্তম রায়, কুমারেশ বিশ্বাস, বিপ্লব সাহা, হরিচাঁদ বিশ্বাস, মাখন চক্রবর্ত্তী, আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, সজ্ঞিব কুমার রায়, বিধান চন্দ্র বিশ্বাস, পৌর প্যানেল মেয়র ও যুবনেতা মেহেদী হাসান বুলবুল, শান্ত মিস্ত্রী পাবক, সুরঞ্জন মন্ডল, আব্দুস ছত্তার সরদার, সৌম্য বিশ্বাস, জি এম ফারুক, হাসিব গাজী, হিমাদ্রী সরকার, মিঠুন সাহা, গোবিন্দ রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, রাসেল কাজী, মাসুম হাওলাদার, ইমদাদুল হক মিলন, রিগান সরদার, অসিত মন্ডল, রাজু বাছাড় প্রমুখ।
অনুরুপ ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে দাকোপের সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (রাজনগর) এর আয়োজনে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় উক্ত বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রধান শিক্ষক পিযুষ কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়।
বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক বিমল কৃষ্ণ জোয়াদ্দার, পঞ্চানন মন্ডল, নলিনী রঞ্জন রায়, বিপ্রদাস রায়, পিয়ব্রত রায়, সুজিত রায়, নরজিত কুমার সরদার, সৌরভ রায়, জয়দেব মন্ডল, যুবনেতা সমীরণ গাইন, অসিত বাছাড়, শিবপদ গাইন, দেবপ্রসাদ রায়, ক্ষিতিষ চন্দ্র রায়, শ্যামল মিস্ত্রী প্রমুখ।
(0)