দাকোপ প্রতিনিধিঃ দাকোপে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ লক্ষে আজ বৃহস্পতিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। প্
রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, চয়ন কুমার সাহা, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মোঃ ইউনুছ আলী জমাদ্দার, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়, ওয়ার্ড আ’লীগ সভাপতি মোহন লাল সাহা, আ’লীগনেতা বিপ্লব সাহা, ইউপি সদস্য প্রশান্ত রায়, দেবব্রত মন্ডল, উপজেলা যুবলীগনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, মোঃ আরাফাত আজাদ, শান্ত মিস্ত্রী পাবক, হিমাদ্রী সরকার,দীলিপ রায়, দ্বীপাঞ্জল রায়, শুভংকর রায়, মিঠুন সাহা, গোবিন্দ রায়, বাসুদেব মিস্ত্রী, মোঃ ইমদাদুল হক মিলন, রাজু বাছাড়, মাসুম হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মোঃ নাঈম শেখ, শেখর বিশ্বাস প্রমুখ।
(11)