দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস ২০১৫ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শুভদ্রা সরকার, সমাজসেবা অফিসার খান মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবীর, মোঃ মোসলেম আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক বিধান চন্দ্র রায়সহ আরো অনেকে। এসময়ে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
//শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(0)