দাকোপ প্রতিনিধি: দাকোপ উপজেলা নির্বাহীকর্মকর্তা হিসাবে মিন্টু বিশ্বাস এর গত আড়াই বছর যাবৎ চলা সীমাহীন ঘুষদূর্নীতি ও টাকা আত্মসাত এর তদন্ত ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী, দুদক,দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রনালয়,ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবরে এলাকা বাসীর লিখত অভিযোগ পাওয়া গেছে।
সুত্রে জানাযায়, খুলনার দাকোপ উপজেলায় সীমাহীন ঘুষখোর নির্বাহীকর্মকর্তা মিন্টু বিশ্বাস বদলী হওয়ার খবরে এলকায় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আনন্দে এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরন করেছে। দাকোপে দায়িত্ব পালন কালে ইউ এন ও মিন্টু বিশ্বাস এর বেপরোয়া ঘুষ, দূর্নীতি, অমিয়ম এবং মানুষের সাথে চরম অসদাচরনে সকলে অতিষ্ঠ হয়ে ওঠেছিল। এ সুযোগে এলাকার চিহ্নিত কতিপয় দালালের সহযোগিতায় ঘুষ বানিজ্যে মেতে ওঠে। মানুষ অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে উদ্ধতন মাননীয় প্রধানমন্ত্রী, দুদক, দূর্যোগ মন্তনালয় ও বিভাগীয় কমিশনার বরাবর সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে ইউ এন ও মিন্টু বিশ্বাস এর বদলি খবর এলাকায় ছড়িয়ে পড়লে দাকোপ সদর চালান বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় ভুক্তভোগীরা মিষ্টি বিতরন করেন।
উল্লেখ্য মিন্টু বিশ্বাস এর বিরুদ্ধে কোটি টাকারও বেশি লুটে নেওয়ার অভিযোগ আছে। এ বিষয় স্বপন কুমার দাস ও হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে বলেন সুনিদ্রিষ্ট অভিযোগ উল্লেখ করেই মাননীয় প্রধানমন্ত্রীর সহ মন্ত্রনালয়ে অভিযোগ করেছি যা তদন্তে প্রতিটি ঘটনার সত্যতা মিলবে। এলাকার কতিপয় দালাল প্রকৃতির নেতা ও নামধারী বিতর্কিত জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে ঘুষখোর ইউএনও মিন্টু বিশ্বাস দুর্নীতির পাহাড় গড়েছিল। এখনও সে দাকোপে থাকার কারনে নেতাদের কাছে ধর্না দিচ্ছে।
(13)