মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। বেসরকারী সংস্থা উলাসী সৃজনী সংঘসহ কর্মরত সকল এনজিওদের সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উলাসী সৃজনী সংঘের ডিপিকো-৮ প্রকল্প সমন্বয়কারী দেওয়ান মুহাম্মাদ এরশাদ, প্রকল্প কর্মকর্তা পলাশ রায়, তাসলিমা সুলতানা, উলাসী সৃজনী সংঘের এলআরপি-৩৭ প্রকল্প কর্মকর্তাবৃন্দসহ বিভিন সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ। অপরদিকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে উলাসী সৃজনী সংঘের ডিপিকো-৮ প্রকল্পের উদ্যোগে উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে দুর্যোগের উপর ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কামারখোলা ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়। সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পলাশ মন্ডল, প্রধান শিক্ষক লোকেন্দ্র নাথ বর্মনসহ-শিক্ষক, শিক্ষার্থী, ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে প্রতিযোগীতায় ০৬ জন প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।
-শচিন্দ্রনাথ, দাকোপ, খুলনা
(1)