উলাসী সৃজনী সংঘ ডিপিকো-৮ প্রকল্পের আয়োজনে এবং একশন এইডের অর্থায়নে উপজেলা পর্যায়ে দাকোপে সিআরএ প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ জুন রোববার বেলা সাড়ে ১২ টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ইউএনও মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনগোষ্টির ঝুঁকি নিরুপন ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা (সিআরএ)প্রতিবেদন দাখিল কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
উপস্থিত ছিলেন চালণা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, ইউপি চেয়ারম্যান সরজিত কুমার রায়, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, একশন এইডের প্রতিনিধি কাজী আজম, উলাসী সৃজনী সংঘ ডিপিকো-৮ প্রকল্পের সমন্বয়কারী দেওয়ান মোহাম্মদ এরশাদ, উলাসী সৃজনী সংঘের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, উলাসী সৃজনী সংঘ ডিপিকো-৮ প্রকল্পের কর্মকর্তা পলাশ রায়সহ বিভিন্ন সরকারী বে-সরকারী অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।
-শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(15)