দাকোপ প্রতিনিধি: দাকোপ থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে অক্টোবর সকাল ১০টায় দাকোপ থানা থেকে একটি বনার্ঢ্য র্যালী বেরহয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত এর সভাপতিত্বে ও এস আই বিজয় কৃষ্ণ কর্মকার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা রাশেদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপউপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ বি এম রুহুল আমিন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভুইঁয়, সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, জি এম রেজা, কৃষক লীগের সভাপতি গোলাম হোসেন আব্দুর রহিম গাজী, সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, পৌর সভার কমিশনার বৃন্দ, গনমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ বৃন্দ।
(3)